3 August, 2023

BY- Aajtak Bangla

মুখের আভা  থেকে চুলের জেল্লা, কফি সৌন্দর্যের  ভান্ডার

ভারতের বেশিরভাগ মানুষই সকালে চা বা কফি পান করেন।

চা বা কফি যাই হোক না কেন, এটি আসলে আমাদের ঘুম নষ্ট করতে সাহায্য করে। 

রান্নাঘরে উপস্থিত কফির অনেক সৌন্দর্যের উপকারিতা রয়েছে।

এর প্রাকৃতিক বৈশিষ্ট্য ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।

এক্সফোলিয়েটিং স্ক্রাব- কফি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটিং স্ক্রাব। যা ত্বকের জন্য খুবই কার্যকরী। 

আপনি গ্রাউন্ড কফি নিন এবং এতে সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল যোগ করুন। তারপর মুখে লাগান। 

চোখের জন্য সেরা- যদি আপনার চোখের কাছে কালো দাগ থাকে, তাহলে কফি এতে সহায়ক হতে পারে। 

পরিষ্কার কাপড়ে  চোখের নীচে কোল্ড কফি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পর  ধুয়ে ফেলুন।

চুলের এক্সফোলিয়েন্ট এজেন্ট- আপনার নিয়মিত শ্যাম্পুতে কফি গ্রাউন্ড মিশিয়ে আপনার মাথার ত্বকে লাগালেএক্সফোলিয়েট হবে।

কফি ফেস মাস্ক- মুখের মৃত ত্বকের কোষ দূর করতে আপনি কফি ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।

কফি গ্রাউন্ডের সঙ্গে মধু বা দই মিশিয়ে ফেস মাস্কের মতো করে নিন।