25 January 2025

BY- Aajtak Bangla

ডাল পুঁতলেই হবে, এই গাছটা রাখলে বাগানের ভোল পাল্টে দেবে

ডাল পুঁতলেই হবে, এই গাছটা রাখলে বাগানের ভোল পাল্টে দেবে

বাগানে খালি সবুজ গাছ কেন করবেন? কিছু ভিন্ন রঙের গাছ করুন।

কিছু গাছের পাতার রঙই এমন হয় যে তাতে ফুলও হার মানবে। 

আজ এমনই ৫টি গাছের বিষয়ে জানতে পারবেন। এগুলির প্রতিটিরই পাতায় উজ্জ্বল রঙের ছটা।

ক্রোটন- সহজলভ্য। ডাল কেটে বসালেই হয়ে যায়। তবে এই পাতায় লাল-হলুদ রঙ আসতে রোদ প্রয়োজন।

ড্রাসিনা- এটিও ডাল কেটে বসালে গজিয়ে যায়। উপরের পাতায় উজ্জ্বল লাল-গোলাপি রঙ আনতে রোদ প্রয়োজন। 

কোলিয়াস- এই গাছটিও ডাল কেটে বসালেই হবে। তবে গোড়ায় যেন জল না জমে। অল্প রোদেই এই গাছ ভাল হয়।

অক্সালিস- এই গাছটিও মাঝারি রোদে ভাল হয়। পাতার আকার বেশ অন্যরকম। বাগানে সবার নজর কাড়তে বাধ্য।

ক্যালাডিয়াম- বিভিন্ন রঙের ক্যালাডিয়াম হয়। উজ্জ্বল লাল, গোলাপি ইত্যাদি আভায় আপনার বাগান আলো হয়ে যাবে। কম আলোয় ভাল থাকে। 

তালিকায় উল্লেখিত প্রতিটি গাছই করা বেশ সহজ। তবে গোড়ায় যাতে জল না বসে তা অবশ্যই নিশ্চিত করুন।