31 March 2025

BY- Aajtak Bangla

প্রত্যেক বাড়িতে রাখা উচিত লাল পাতার এই গাছ, ডাল পুঁতলেই হয়

কম রোদ। কম জল। খুব একটা যত্নও করতে হবে না। এমনই একটি গাছ কোলিয়াস।

কোলিয়াসের মতো রঙিন পাতার গাছ খুব কমই আছে। 

সবচেয়ে মজার বিষয় হল, ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেই তার থেকে গাছ গজিয়ে যায়। 

কোলিয়াসের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। বাগানে কয়েকটি কোলিয়াস থাকলেই তাক লেগে যাবে। 

কোলিয়াসের জন্য মাঝারি সূর্যালোক প্রয়োজন। অতিরিক্ত রোদে গাছ নেতিয়ে পড়বে। আবার একেবারে ছায়ায় রঙ ফুটবে না। 

কোলিয়াসের গোড়ায় জল বসতে দেবেন না। মাটি শুকোলে তবেই জল দেবেন। 

প্রতি ২৫-৩০ দিন অন্তর কোলিয়াসের ডগা ছাঁটতে হবে। এতে গাছ আরও ঘন হবে। 

কোলিয়াসের জন্য ভাল সারযুক্ত মাটি প্রয়োজন। এতে পাতার রঙ ভাল হবে। 

কোলিয়াস বেশি লম্বা হয়ে গেলে হেলে যায়। সেক্ষেত্রে মাঝেমধ্যে অনেকটা করে ছাঁটতে হবে।