BY- Aajtak Bangla
13 FEB 2025
জ্যোতিষ মতে, আমাদের জীবনে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে।
কোন দিন কোন রঙের পোশাক পরবেন, তা অনেকেই বুঝতে পারেন না। জ্যোতিষ মতে, দিন অনুযায়ী নির্দিষ্ট রঙের পোশাক পরা উচিত।
আজকাল অনেকেই কালার থেরাপি করে থাকেন। সম্প্রতি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি কালার থেরাপি করান।
কালার থেরাপি করলে ভাগ্য ফেরে। জেনে নেওয়া যাক, কোন দিন কোন রঙের পোশাক পরবেন... ।
রবিবার কমলা বা লাল রঙের পোশাক পরা শুভ। . .
সোমবার সাদা বা সিলভার রঙের পোশাক পরা ভাল। . .
মঙ্গলবার লাল রং শুভ। আর বুধবার সবুজ রঙের পোশাক পরলে সৌভাগ্য আসে। . .
বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা শুভ। শুক্রবার সাদা পোশাক পরতে হয়।
শনিবার নীল রঙের পোশাক পরা সবচেয়ে শুভ।