BY- Aajtak Bangla

সফল লোকজন এই ৭ রংয়ের জামা পরেন না, জেনে নিন

6 Oct, 2024

বিল গেটস কিংবা মার্ক জাকারবার্গকে কখনো উজ্জ্বল লাল বা হলুদ রঙের পোশাক পরতে দেখেছেন? অতি ধনী ও তারকারা তাঁদের ‘সিগনেচার স্টাইল’ বজায় রাখেন। 

হালকা, নিরপেক্ষ রঙের ও সাদামাটা নকশার সাধারণ পোশাকই বেছে নেন তাঁরা। এতেই তাঁদের আভিজাত্য ফুটে ওঠে। 

চলুন দেখে নেওয়া যাক, প্রভাবশালী মানুষেরা কোন সাত রঙের পোশাক এড়িয়ে চলেন।

প্যাস্টেল শেডগুলো হালফ্যাশনে জনপ্রিয় হলেও কর্তব্যপরায়ণতা ও কর্তৃত্বের মতো গুণগুলোকে প্রকাশ করে না। তারুণ্য আর হালকা মেজাজের পরিচায়ক এসব রং কেবল অবসরযাপনের সময়ই পরেন প্রভাবশালী ব্যক্তিরা। 

উজ্জ্বল হলুদ প্রাণোচ্ছল রং। ইতিবাচকতা, প্রাণশক্তি, উষ্ণতা ও আনন্দ-ফুর্তির সঙ্গে এর গভীর সম্পর্ক। খানিকটা শিশুসুলভ প্রাণোচ্ছলতা প্রকাশিত হতে পারে এই রঙে। তাই অতি ধনীরা উজ্জ্বল হলুদ রং এড়িয়ে চলেন। 

উজ্জ্বল লাল বেশ কর্তৃত্বপূর্ণ রং হলেও অতিরিক্ত মনোযোগ আকর্ষণ করে। ধনী ব্যক্তিরা বরং নিজের গুণ ও কাজের মাধ্যমেই নিজের প্রভাব বিস্তার করেন, পোশাকের রঙের মাধ্যমে নয়। কটকটে লাল পোশাক পরলে তাঁদের কাজের প্রতি দায়বদ্ধতাও প্রশ্নের মুখে পড়তে পারে।

উজ্জ্বল ও প্রাণবন্ত রং হলেও নিয়ন শেডগুলো চোখের জন্য বেশ অস্বস্তিকরই বটে। এমন রঙের প্রভাবে কমে যেতে পারে আত্মবিশ্বাস। 

পোশাকে অতিরিক্ত সোনালি বা রুপালি রঙের ছোঁয়া থাকলে একটু বেশিই জাঁকজমকপূর্ণ দেখায়। অতি ধনীদের ওয়ার্ডরোবে এমন উজ্জ্বল রঙের আতিশয্যময় পোশাক থাকে না।

উজ্জ্বল কমলা রঙেও অন্যের মনোযোগ আকর্ষিত হয় প্রবলভাবে। কমলা রঙে একজন ব্যক্তিকে যেমন হাস্যোজ্জ্বল দেখায়, তেমনি দেখায় খানিকটা অপেশাদারও। কেবল তা-ই নয়, অনেক অভিজাত ব্র্যান্ডও উজ্জ্বল কমলা রঙের পোশাক তৈরি করে না।