23 APRIL 2025

BY- Aajtak Bangla

ঘরের কোণা কোণার জেদি ময়লা সাফ করে দেবে একটা চিরুণি, করুন এই ট্রিক

বাড়ির এমন অনেক কোণা আছে যা সহজে সাফ হয় না। এই যেমন স্লাইডিং উইন্ডোর মাঝখান, মা ঘরের কোণা, মার্বেল বা টাইলেসের ওপরের অংশ।

এই ট্রিকগুলি জানা থাকলে, বাড়ির কাজ অনেক সহজ হয়ে যাবে, আর পরিশ্রমও হবে না।

ঠিক যেমন বাড়ির কালো ময়লা পরিষ্কার করতে একটা চিরুনিই যথেষ্ট।

গায়ে চুলকানি থেকে চুল আঁচড়ানো অনেক কাজেই আসে চিরুনি।

তবে এটি যে ঘর পরিষ্কারের কাজেও আসতে পারে কেউ হয়তো ভাবেনইনি।

তাদের জন্য ট্রিক রইল। ঘরের কোণায়, কোণায় বা দেওয়ালে টাইলস বা মেঝের যে অংশটা ওপরের দিকে ওঠানো থাকে, তার ওপরে অনেক সময় পুরু কালো দাগ হয়ে যায়।

এর জন্য খুব কার্যকর চিরুনি। সহজেই পরিষ্কার হবে।

চিরুনিতে প্রথমে একটি মোজা পরিয়ে নিন, এরপর এটিতে হারপিক লাগিয়ে ঘষে নিন, সব জায়গার সব কালো দাগ উঠে যাবে।

বিনা পরিশ্রমেই হবে কাজ।