4 April, 2024

BY- Aajtak Bangla

মধুচন্দ্রিমা কেচিয়ে যাবে, হানিমুনে গিয়ে যে ৫ ভুল   নৈব নৈব চ...

বিয়ের পর যেকোন  দম্পতির সবথেকে সুখকর মুহূর্ত হল হানিমুন।

বিয়ের পর দম্পতির কাছে হানিমুন হল  বিশেষ বিষয়। যেখানে তারা একান্তে কিছু ভালো সময় কাটায়।

অনেকে বিয়ের কিছু বছর পর হানিমুনে যায়। কিন্তু প্রথম হানিমুন সব সময় মনে রাখার মতো হয়।

কিন্তু হানিমুনে গিয়ে এই ভুলগুলি একেবারেই করবেন না। তাহলে সেই রাতেই হতে পারে বিচ্ছেদ।

তাই প্রথম হানিমুনে গিয়ে এই কথাগুলি বলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।

অনেক সময় দেখা যায় যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে দম্পতি একত্রিত হন। সেই সব কথা হানিমুনের সময় না তোলাই ভালো। এতে আপনার সঙ্গীর মুড খারপ হয়ে জেতে পারে।

আপনি প্রথমেই আপনার সঙ্গীক থেকে বেশি আশা রাখবেন না। আগে আপনার ভালো করে কথা বলা এবং তাকে জানা বেশি জরুরি।

আপনি যখন নতুন বন্ধনে আবদ্ধ হয়েছেন তখন পিছেন ঘুরে তাকানোর কোন মানেই হয় না। অতীত ভুলে তাই এগিয়ে চলুন তাতে আপনারই মঙ্গল।

হানিমুনে গিয়ে বেশিরভাগ সময় নিজেরা একান্তে কাটান। বেশি বেশি কথা বলুন। ভুলেও ঝগড়ায় জড়াবেন না। তাহলে আপনাদের সম্পর্কে আঁচ লাগতে পারে।

 অনেক দম্পতি আছেন যারা হানিমুনে গিয়ে সব সময় হোটেল রুমেই নিজেদেরকে গুটিয়ে রাখেন। এটা একেবারেই করবেন না। নতুন জায়গায় জাচ্ছেন সেই জায়গাটিকেও ভালো করে উপভগ করন। এতে দুজন দুজনের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পাড়বেন।