BY- Aajtak Bangla

কম্পিউটারকে বাংলায় কী বলে? জানলে চোখ ছানাবড়া হবে

7 FEB 2025

অফিসের কাজ হোক কিংবা পড়াশোনা, সর্বত্র ক্ষেত্রেই কম্পিউটারের উপর আমরা ভরসা করি। 

দ্রুত কাজ করার জন্য কম্পিউটার আমাদের বড় ভরসা।

আজকাল ঘরে ঘরে কম্পিউটার রয়েছে। 

কম্পিউটার ছাড়া এখন আমাদের জীবন কার্যত অচল। 

কম্পিউটার শব্দটি ইংরেজি Compute  শব্দ থেকে এসেছে।

তবে কম্পিউটারের বাংলা নাম কী? বাংলায় কী বলে, জানেন কি

কম্পিউটারের বাংলা অনেকেই জানেন না।  

 কম্পিউটারের বাংলা হল গণনাকারী যন্ত্র। অনেকে বাংলায় একে গণনাযন্ত্রও বলে থাকেন।