BY- Aajtak Bangla
5 FEBRUARY, 2025
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুধু গর্ভনিরোধক হিসেবে নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়।
কন্ডোম ল্যাটেক্স (এক প্রকার রবার), পলিউরেথেন বা পলিসোপ্রিনের মতো বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি।
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম কেনা ও ব্যবহারের সময় এই ৫ বিষয় খেয়াল রাখা জরুরি।
কন্ডোম কেনার সময় প্যাকেটের গায়ে লেখা এক্সপায়ারি ডেট দেখে নিন। মেয়াদ উত্তীর্ণ কন্ডোম ব্যবহারে যোনি এলাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ে। যৌনরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে।
অনেকেই হয়তো জানেন না, বিভিন্ন ফ্লেভারের কন্ডোম ওরাল সেক্সের জন্য তৈরি হয়েছে। পেনিট্রেটিভ সেক্সের সময় ফ্লেভারড কন্ডোম ব্যবহার করলে যোনিতে অস্বস্তি ও সংক্রমণ হতে পারে।
কন্ডোম এমন জায়গায় রাখুন যেখানে খুব ঠান্ডা বা খুব গরম না থাকে। সূর্যের আলো, স্যাঁতস্যাঁতে জায়গা থেকে দূরে রাখুন। শুষ্ক ও ঠান্ডা জায়গায় কন্ডোম রাখুন।
ল্যাটেক্স কন্ডোম ব্যবহার করলে যৌনসুখে ভাঁটা পড়ে না। জল-ভিত্তিক বা সিলিকন-ভিত্তিক লুব্রিকেন্ট বেছে নিন। এই লুব্রিকেন্টে ঘর্ষণ কম হয় এবং যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে।
একটা কন্ডোম একবারই ব্যবহার করুন। প্রথমবার ঠিক মতো ব্যবহার না হলে সেই কন্ডোম দ্বিতীয়বার ব্যবহার করার ভুল অনেকেই করেন।
কন্ডোম একবারের বেশি ব্যবহার করা উচিত নয়। একই সময়ে ঘন ঘন যৌন মিলনে লিপ্ত হলেও, বারবার কন্ডোম পরিবর্তন করা উচিত।