BY- Aajtak Bangla

কন্ডোমে থাকে এই পশুর চামড়া, দেওয়া হয় এই রস, জেনে রাখুন 

4 Feb 2025

কন্ডোমের ব্যবহার খুবই জরুরি। 

HIV সংক্রমণ ঠেকায় কন্ডোম। এডসের মতো রোগের হাত থেকে রেহাই পেতে কন্ডোম ব্যবহার আবশ্যক। 

সবসময়ই কন্ডোম ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা।

তবে কন্ডোম তৈরিতে প্লাস্টিক ব্যবহার করা হয় না।

কন্ডোম ঠিক কী দিয়ে তৈরি করা হয়, তা অনেকেই জানেন না। . .

আমরা সাধারণত যে কন্ডোমগুলি ব্যবহার করি, সেগুলি মূলত রবার দিয়ে তৈরি করা হয়।তার মধ্যে থাকে  পলিসোপ্রিন। . .

ভেঁড়ার চামড়া থাকে কন্ডোমে। পলিইউরিথেন বা ভেঁড়ার চামড়া ব্যবহার করা হয়।   . .

এছাড়া রবার গাছের রস ল্যাটেক্সও কন্ডোম তৈরিতে কাজে লাগে।

ল্যাটেক্সে নানা রকম রাসায়নিক মেশানো হয়। তাই দেখতে লাগে প্লাস্টিকের মতো।