BY- Aajtak Bangla

সব সময় চোখ ভার লাগে? হতে পারে এই রোগের প্রথম লক্ষণ

সব সময় চোখ ভার লাগে? হতে পারে এই রোগের প্রথম লক্ষণ

BY- Aajtak Bangla

23 June 2025

ইদানিং কনজাংটিভাইটিস অনেক বেড়ে গিয়েছে। বিশেষত স্কুল পড়ুয়াদের অনেকেরই চোখ ভীষণ লাল হয়ে যাচ্ছে।

কীভাবে বুঝবেন যে কনজাংটিভাইটিস হয়েছে? প্রথমত, চোখে জ্বালা ভাল থাকবে। জল বের হবে। ব্যাথা করবে। 

চোখ সময়ের সঙ্গে আরও লাল হতে থাকবে। অনেক ক্ষেত্রে চোখ লাল হয়ে ফুলে যায়। সময় মতো চোখের যত্ন না নিলে বড়সড় ক্ষতি হতে পারে। 

সাবধান থাকবেন কীভাবে? সংক্রামক রোগ। তাই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা আবশ্যিক। চোখে হাত দেওয়া একেবারে বন্ধ করুন।

নিয়মিত হাত ধুতে হবে। ঠিক কোভিডের সময়ের মতোই অভ্যাস। বিশেষত বাইরে ট্রেনে-বাসে যাতায়াতের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।

চশমা নিয়মিত সাফ করে পরিচ্ছন্ন রাখুন। কনজাংটিভাইটিস হয়েছে এমন রোগীর থেকে দূরত্ব বজায় রাখুন। 

কনজাংটিভাইটিস হলে কী করবেন? পূর্বে উল্লেক্ষিত লক্ষণগুলি দেখা দিলে, প্রথমেই চিকিত্সকের পরামর্শ নিন। 

চোখে হাত দেওয়া যাবে না। চোখ জ্বালা করলে চিকিত্সকের দেওয়া ওষুধ ব্যবহার করুন। চোখে বারবার ঠাণ্ডা জলের ঝাপটা দিন।