27 JULY, 2023
BY- Aajtak Bangla
'জয় বাংলা' হইতে সাবধান! কীভাবে রুখবেন?
বর্ষার সময় অন্যান্য রোগের পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে ‘কনজাংটিভাইটিস’।
শুধু পরিবারের বড়রা নয়, এর থেকে মুক্তি পাচ্ছে না শিশুরাও।
এই ভাইরাস অন্যান্য ভাইরাসের মতোই ছোঁয়াচে। ফলে যে এলাকায় একবার প্রবেশ করে সেই এলাকায় প্রায় ঘরে এই রোগে আক্রান্তের সংখ্যা দেখা যায়।
ডাক্তারি পরিভাষায় দু’ধরনের ‘কনজাংটিভাইটিস’ দেখা যায়। সাধারণ ‘কনজাংটিভাইটিস’ হলে দু’তিন দিন পর স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে ওঠে মানুষ।
কিন্তু ব্যাকটেরিয়াল ‘কনজাংটিভাইটিস’ আক্রান্ত হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হয়।
কনজাংটিভাইটিস বা জয় বাংলায় আক্রান্ত রোগীরা কী কী করবেন জেনে নিন।
‘কনজাংটিভাইটিস’ আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে কিছুটা সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে হবে। যারা এই রোগে আক্রান্ত তারা কালো চশমা পরে বাইরে বেরোবেন।
নর্ম্যাল ‘কনজাংটিভাইটিস’ এর লক্ষণ চোখ ফুলে ওঠা, চোখ লাল হওয়া। চোখ দিয়ে জল পড়া এবং আলোর দিকে তাকাতে অস্বস্তিবোধ করা।
কিন্তু ব্যাকটেরিয়াল 'কনজাংটিভাইটিস'এর ক্ষেত্রে চোখে পিচুটি কাটে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।’
Related Stories
১ কেজি মাটন ম্যারিনেটের জন্য কতটা দই লাগবে? বাবুর্চির টিপস
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
পুরুষ মানুষ সফল হয় কোকিলের এই গুণে, জানুন
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা