23 November, 2023
BY- Aajtak Bangla
২৫ থেকে ৩৫ বছরের মধ্যে চুল সাদা হয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। অনেকের জন্য এটি সমস্যা। তবে ইদানীং চুলে সাদা রং করাটাও চলতি ধারা। তাই প্রাকৃিতকভাবে সাদা চুল রেখে দেওয়া কিংবা কৃত্রিমভাবে চুল সাদা করা—দুটো ধারাই এখন জনপ্রিয়।
২০ থেকে ৩০ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা চুল সাদা করাতে আগ্রহী বেশি। তবে সল্ট অ্যান্ড পেপার স্টাইলটাই বেছে নেওয়া হচ্ছে মূলত।
মাথার চুল সাদা হয়ে গেলে চেহারায় বুড়োটে ভাব চলে আসবে, এই ধারণা ভুল প্রমাণ করছেন তরুণেরাই।
আবহাওয়া, পরিবেশ, মানসিক চাপ, বংশগত ইত্যাদি কারণে অনেকের চুল তাড়াতাড়ি সাদা হয়ে যাচ্ছে, এমনটাই মনে করেন রূপবিশেষজ্ঞরা।
প্রাকৃতিকভাবে চুল সাদা হয়ে গেলেও চুলের মান ভালো আছে কি না, সেটার দিকেই বেশি খেয়াল রাখুন। আয়নার সামনে দাঁড়িয়ে সাদা চুল দেখলে প্রথম প্রথম হয়তো খারাপ লাগবে। কিন্তু এটাকে মন খারাপের বিষয় করে তুলবেন না।
কীভাবে সাদা চুল বহন করছেন, সেটা বড় বিষয়। সাদা-কালো চুলের আলাদা একটা সৌন্দর্য আছে, চেহারার সঙ্গে মানিয়ে চুল কেটে সেটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব।
চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে ব্লান্ট বব, শ্যাগি কাট, এ লাইন বব, সামার বব, লং অ্যাঙ্গেলড বব অথবা লম্বা চুলেই তৈরি করতে পারেন নিজের স্টাইল।