BY- Aajtak Bangla
9th September, 2024
বেগুন এমনিতে খুব পুষ্টিকর সবজি। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন পাতে বেগুন রাখা যেতে পারে।
কিন্তু প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বছরের একটা সময় বেগুন খাওয়া একেবারেই উচিত নয়। কিন্তু কাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা?
জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী, জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া উচিত নয়। বিশেষ করে যাঁদের প্রথম সন্তান ছেলে।
অর্থাৎ প্রথম সন্তান পুত্র হলে অভিভাবকদের জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয়।
মূলত বিশ্বাস অনুযায়ী, বছরের এই সময়টায় বেগুন খেলে পুত্রসন্তানের উপর দোষ পড়ে।
তাই বলা হয় যে, যাঁদের জ্যৈষ্ঠ সন্তান জীবিত রয়েছে, তাঁদের বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত।
সবজির মধ্যে খাওয়া চলবে না বেগুন। এমনিতে একাদশী, দ্বাদশীতে বেগুন খাওয়া উচিত নয়। এর পাশাপাশি গোটা জ্যৈষ্ঠ মাস জুড়েও পাতে বেগুন না রাখাই উচিত।
জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং পুত্রসন্তানও রোগের মুখে পড়তে পারেন।
বিজ্ঞানের বক্তব্য, এই জ্যৈষ্ঠ মাসে বেগুনের মধ্যে ছোট ছোট পোকা ধরে। যা আমরা হয়তো খালি চোখে দেখতেও পাই না। আর সেগুলি খেলে আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হয়।