BY- Aajtak Bangla
07 October, 2024
হিন্দু ধর্ম অনুযায়ী তামা, সোনা, রুপো খুবই শুভ ধাতু। অনেকেই এই ধাতুর গয়না তৈরি করে থাকেন।
তামাকে রবি গ্রহ অর্থাৎ সূর্য দেবের ধাতু হিসেবে দেখা হয়। এটির নানা উপকার রয়েছে।
তাই তামার আংটি ধারণ করলে নানা রূপ সুফল পাওয়া যায়। তামার আংটি ধারণের আঙুল হল অনামিকা।
হাতের পাঁচটি আঙুলের মধ্যে অনামিকা হল সূর্যের আঙুল। তাই এই আঙুলেই তামার আংটি ধারণ করতে হয়।
অনামিকায় তামার আংটি ধারণ করলে জন্মকুণ্ডলীতে থাকা রবি গ্রহের দোষ অনেকটা কমে যায়।
যদি মঙ্গলের স্থান দুর্বল থাকে, তা হলেও সেই দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
এই আঙুলে তামার আংটি পরলে সূর্যদেবের কৃপা লাভ হয় এবং ধন-সম্পদ, সন্তান, আয়ু, বিদ্যা, যশ, মিত্র, কির্তী, বৈভব, সুখ-স্বাচ্ছন্দ্য লাভ হয়।
অনামিকায় তামার আংটি পরলে আর্থিক উন্নতি হতেও দেখা যায়।
এ ছাড়া তামার আংটি ধারণ করলে নানাবিধ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পেটের অসুখ কম হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।