BY- Aajtak Bangla
12 APRIL, 2024
ব্রেকফাস্টে, দিনের সব খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সারারাত খালি পেট থাকার পর ভাল ব্রেকফাস্ট করা খুব গুরুত্বপূর্ণ। তাই তাড়াহুড়ো থাকলেও অবশ্যই ব্রেকফাস্ট করুন।
এই তাড়াহুড়োর সময় কর্নফ্লেক্স তাই খুব ভাল বিকল্প। অনেকেই কর্নফ্লেক্স খান ব্রেকফার্স্ট।
তবে দিনের প্রথম খাবারে এটা খাওয়া কতটা উপকারী?
কর্নফ্লেক্সের সঙ্গে কর্ন সিরাপ, দুধ এবং বাদাম খাওয়া হয়। এই সিরাপ হাই ফ্রুক্টজ। এটি দিয়ে রোজ কর্নফ্লেক্স খাওয়া ক্ষতিকর।
কর্নফ্লেক্স যেহেতু প্যকেটজাত দ্রব্য, এর মধ্যে চিনি যুক্ত থাকে এবং দুধের সঙ্গে খাওয়া হয়। তাই এটি খেলে ওজন না কমে বেড়ে যায়।
কর্নফ্লেক্সের বদলে মুসলি, ডালিয়া কিংবা ওটস খাওয়া বেশি উপকারী। কারণ এতে চিনি কম দেওয়া থাকে।
এছাড়াও খেতে পারেন ছাতুর সরবত বা হাতে বানানো রুটি ও তরকারি।