BY- Aajtak Bangla

বাচ্চার কান বিঁধনোর সঠিক বয়স কী? নতুন মা-বাবারা জানুন

30 November, 2023

বাচ্চা মেয়েদের মধ্যে ছোট থাকতেই কান ফোটানো হয়। এরপর কানের লতি বড় হতে থাকে।

এটি ভারতীয় সাংস্কৃতির রীতি।

তবে সন্তানের কান বিধানোর সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে।

কান ফুটো করার কিছু নিয়ম আছে।

আগে শিশুকে টিটেনাসের টিকা দিয়ে দিন। এরপর কান ফোটানো নিরাপদ।

তাই এই টিকা না নিয়ে কান বিঁধাবেন না।

একটি শিশুকে প্রথম টিটেনাস টিকা ১৪ সপ্তাহে দেওয়া হয়।

শিশুর বয়স ৫-৬ মাস হলে কান বিঁধাতে পারেন।

শিশুর কান ফোটালে ধাতুর তৈরি কানের দুল সোনা বা রূপা পরানো ভাল। এতে কানের ত্বকের ক্ষতি হবে না।