18 October,, 2024
BY- Aajtak Bangla
বিদেশে ছোট থেকে বাচ্চারা আলাদা শোয়। ভারতে বাচ্চাদের কাছছাড়া করতে চায় না মা-বাবা।
বিদেশে ছোট থেকে বাচ্চারা আলাদা শোয়। ভারতে বাচ্চাদের কাছছাড়া করতে চায় না মা-বাবা।
তবে কমবেশি সব অভিভাবকই জানেন না কোন বয়সে সন্তানকে আলাদা রাখা দরকার।
সন্তানকে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করতেই আলাদা ঘর দিতে হবে।
মাকেও বুঝতে হবে তার ছেলেকে আলাদা রাখা জরুরি। এতেই তার ছেলের মঙ্গল ও সুন্দর ভবিষ্যৎ।
অভিভাবকদের উচিত, ৬ বছর বয়স থেকেই ধীরে ধীরে সন্তানকে কাছছাড়া করা।
এরপর ১০ বছর বয়স হলে তাকে আলাদা রাখুন। তাকে নিজে থেকে স্নান, শৌচালয় যেতে দিন।
শুরুতে সন্তান আপত্তি করে পারে। সেজন্য একেবারে কাছছাড়া করবেন না। মাঝে মাঝে আলাদা শুতে দিন।
ধীরে ধীরে সন্তানের অভ্যাস হলে আলাদা ঘরে রাখুন। ১০ বছর পর তাকে স্বাধীনতা দিন।
সন্তানের বিছানা ভালো করে সাাজিয়ে দিন। ঘরে ভালো রং করে দিন। এতে সে উৎসাহ পাবে।