কোন ঋতুতে তুলসী গাছ লাগাবেন?

10 May, 2023

অনেকে বাড়িতে তুলসী গাছ লাগান। কিন্তু ঠিক ঋতুতে না লাগানোর কারণে তা মারা যায়।

আপনিও যদি এই গাছ লাগিয়ে চান যাতে মারা না যায় তাহলে কিছু জিনিস জেনে রাখুন।

তুলসীর বীজ জুন-জুলাই মাসে ফেলুন।

৬৫-৭০ দিনে এটি বড় হয়ে বড় বড় পাতায় পরিণত হবে।

তুলসী পাতা শুকিয়ে গেলে সংগ্রহ করে রাখুন।

এটি আপনি অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন।

ধর্মীয় শাস্ত্রে তুলসী গাছ লাগানোর শ্রেষ্ঠ দিনটিকে 'কার্তিক মাস' বলা হয়েছে।

এই মাসটি সাধারণত প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পড়ে।