BY- Aajtak Bangla

বাড়ির আশপাশে গোরু আসে, কীসের ইঙ্গিত জানেন? 

6 Feb 2025

রাস্তাঘাটে গোরু দেখে অনেকে ভয় পেয়ে যান। গোরুর থেকে দূরে সরে পালান বা প্রাণীটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। 

কোনও কোনও সময় এমন হয় যে, এক বা একাধিক গোরু একই বাড়িতে লারবাস আসে। দাঁড়িয়ে থাকে। 

কোনও কোনও ব্যক্তি আবার এমন থাকে রাস্তায় বেরিয়েই গোবর দেখতে পান। এসবেৎ ইঙ্গিত কী জানেন? 

কোনও গোরু যদি কারও সামনে এসে দাঁড়ায় তাহলে সেই ব্যক্তির শুভ দিন আসন্ন। তারই ইঙ্গিত দেয় গোরুটি। 

গোরু বাড়ির কাছে বা উঠোনে আসা শুভ। এর অর্থ বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে। .

যদি কোনও ব্যক্তির বাড়িতে গোরু প্রবেশ করে তাহলে বাড়িতে লক্ষ্মীলাভ হবে। . .

গোরু আসার ইঙ্গিত হল আপনার সব খারাপ কাজ ধুয়ে যাচ্ছে। জীবনে নতুন কোনও অধ্যায়ের সূচনা হবে।  . .

গোরু যদি রোজ আসে তাহলে তাকে ছোলা ও গুড় খাওয়ানো উচিত। এতে মঙ্গল হয় গৃহস্থের।

বাড়ির সামনে গোরু যদি মল ত্যাগ করে তাকে শুভ বলে মনে করা হয়। এর অর্থ আপনি শ্রীকৃষ্ণের আর্শীবাদ পাবেন