26 November, 2023

BY- Aajtak Bangla

গরুর দুধ শিশুর জন্য বিষ, কোন বয়সের পর খাওয়ালে উপকার  

প্রত্যেক মা-বাবাই চান তাঁর সন্তান সুস্থ থাকুক। সেজন্য খাওয়া-দাওয়ার যত্ন নেন।

গরুর দুধে নানা পুষ্টিগুণ আছে। কিন্তু নবজাতককে খাওয়ানো উচিত কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। 

নবজাতক শিশুকে গরুর দুধ দেবেন না। জেনে নিন পাঁচটি কারণ।

গরুর দুধে প্রচুর পরিমাণে জটিল প্রোটিন থাকে। তা শিশুর কিডনির উপর প্রভাব ফেলে। নষ্ট হয়ে যেতে পারে কিডনি।  

জটিল প্রোটিন হজম করতে পারে না শিশু। এ ছাড়া ডায়রিয়ার সঙ্গে মলে রক্তও দেখা দিতে পারে।

গরুর দুধ এতে আয়রন, ভিটামিন সি নেই। ফলে শিশুর ওজন বাড়ে না। খিদে বেশি লাগে।

গরুর দুধে ভিটামিন সি-র পরিমাণও খুবই কম। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে নবজাতক রুগ্ন হতে পারে।

গরুর দুধ শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি নেই। কারণ এখন দুধ ভেজাল।

গরুর দুধ খেলে শিশু মোটা হতে পারে। কারণ ফসফেট ও প্রোটিন থাকে।

গরুর দুধ এক বছরের কম বয়সী শিশুকে দেবেন না। এক বছর পর দিতে পারেন।