1 June, 2023

BY- Aajtak Bangla

গরমেও ফাটছে ঠোঁট? জানুন কোমল ও জেল্লাদার রাখার উপায়

 শীতে ঠোঁট ফাটে। তবে অনেকের গরমেও ঠোঁট ফেটে যায়। মূলত শরীরে জলের অভাব হলেই ঠোঁট ফাটে বলে মত চিকিৎসকদের। 

গরমে অনেকেই জল খাওয়া কমিয়ে দেন। যে কারণে শুষ্ক ত্বক ও ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। 

ঠোঁটের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। গরমে ঠোঁটের খেয়াল রাখলে পরে সমস্যা কম হবে।

শরীরে জলের ঘাটতি হলে, অন্যান্য অংশের পাশাপাশি ঠোঁটেও প্রভাব পড়ে। ত্বকের মতো ঠোঁটেরও আর্দ্রতা প্রয়োজন। 

ঠোঁট ফাটা রোধ করতে প্রচুর পরিমাণে জল পান করুন। 

কোমল ঠোঁট পেতে রোজ রাতে ঘুমোনোর আগে মধু লাগাতে পারেন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ঠোঁট ধুয়ে, নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। 

ঘুমোনোর আগে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন ঠোঁটে। 

আঙুলের ডগায় সামান্য দেশি ঘি নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। এর ফলে ফাটা ঠোঁট থেকে সহজে মুক্তি মেলে।

রাতে ঘুমোনোর আগে নাভিতে সর্ষের তেল লাগান। শরীরতে ভিতর থেকে আর্দ্র করে। 

গোলাপের পাপড়ি বাটা লাগালেও ফাটা ঠোঁটের সমস্যা দূর হয়। কোমল হয় ঠোঁট। 

লিপস্টিক লাগানোর আগে লিপগ্লস লাগান। ঠোঁট শুষ্ক হলে ম্যাট লিপস্টিক না লাগিয়ে ক্রিম লিপস্টিক ব্যবহার করুন। 

লিপ লাইনার, লিপস্টিক ও লিপগ্লস-যা-ই ব্যবহার করুন দামী ব্র্যান্ডেড পণ্য কিনুন।