BY- Aajtak Bangla
11th January, 2025
বাঙালি মিষ্টি খেতে ভালোবাসেন না এমন অপবাদ কেউ দিতে পারবেন না।
যতই ডায়েট করুন না কেন একটু-আধটু মিষ্টি শরীরে না গেলে সুস্থ থাকাটাই দায়।
আর শীতকাল মানেই নলেন গুড়ের নরম পাকের সন্দেশ। মুখে দিলেই মিলিয়ে যায়। সেরকমই ৫ দোকানে পাবেন দারুণ স্বাদের নলেন গুড়ের সন্দেশ।
উত্তর কলকাতার গিরিশচন্দ্র দে অ্যান্ড নকুড়চন্দ্র নন্দী এরা শুধুই সন্দেশ তৈরি করেন। তাই এই দোকানে গেলে সুস্বাদু নলেন গুড়ের সন্দেশ পাবেন।
বউবাজারের ভীমচন্দ্র নাগের মিষ্টির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাই এই দোকানের নলেন গুড়ের সন্দেশ চেখে দেখতেই পারেন।
শহরের একাধিক জায়গায় বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিকের মিষ্টির দোকাব রয়েছে। মূলত কড়া পাক ও নলেন গুড়ের সন্দেশ থেকেই ছড়িয়ে পড়ে এই প্রতিষ্ঠানের খ্যাতি।
বউবাজারের আরও একটি মিষ্টির দোকান হল নবকৃষ্ণ গুঁই। গুড়ের সন্দেশ ছাড়াও ফিউশন মিষ্টিরও হদিশ মিলবে এখানে।
এসপ্ল্যানেডের প্রাণ কে সি দাস-এ শুধু গুড়ের রসগোল্লাই নয় মিলবে নরম স্বাদের নলেন গুড়ের সন্দেশও।
তাই দেরি না করে এখনই এই দোকানগুলি থেকে সন্দেশ কিনে আনুন পরিবার-পরিজনদের জন্য।