4 May 2025

BY- Aajtak Bangla

চালের ড্রামে একটাও পোকা থাকবে না, মানতে হবে এই ট্রিকস

চাল সাধারণত বড় কৌটো বা ড্রামে থাকে। তবে চালে মাঝে মধ্যেই পোকা ধরে যায়। সেই পোকা তাড়ানো কঠিন হয়ে পড়ে। 

তবে চালে পোকা লাগবে না, যদি মেনে চলেন সাধারণ কতগুলো টিপস। এই টিপস মানলে আবার চালের ড্রামে পোকা থাকলে সেগুলো পালাবে।

চাল সব সময় এয়ার টাইট জায়গায় রাখুন। প্লাস্টিকের পাত্রে চাল রাখবেন না। ছিদ্র হয়ে গেলে পোকা ঢুকতে পারে। 

চালের জায়গায় শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন রেখে দিন। তাতে পোকা কাছে ঘেঁষবে না। 

মাঝে মাঝে চালের পাত্র রৌদ্রে দেবেন। তাহলে পোকা পালাবে।

নিমপাতার বান্ডিল চালের কৌটোতে রাখুন। সেই কৌটো রৌদ্রে দিন। রৌদ্র থেকে কৌটো তোলার সময় নিমপাতা তুলে নিন। 

লবঙ্গ ও গোলমরিচ হল পোকার যম। যে পাত্রে চাল রাখবেন সেখানে গোলমরিচ ও লবঙ্গ ফেলে রেখে দিন। তাহলে পোকা আসবে না। 

দেশলাইয়ের বাক্স চালের কৌটোতে রাখলেও ভালো কাজ হয়। এতে চালের পোকা পালিয়ে যায়।