BY- Aajtak Bangla

রোজ কাককে খাওয়ালে এসব সাফল্য আসবেই, সিক্রেট টোটকা রইল

9 APRIL, 2025

আমাদের চারপাশে যেসব পাখি দেখা যায়। তার মধ্যে অন্যতম হল কাক।

কাক

অনেক সময় আমাদের ঘরের কার্নিশ, ছাদে কাক আসে।

বাড়িতে কাক

 অনেকেই কাককে খাওয়ান। জানেন কি, কাককে খাওয়ালে কী হয়...

কাককে খাওয়ান

জ্যোতিষ মতে, কাককে খাওয়ানো খুবই শুভ। এতে নানা উপকার হয়।

শুভ

রোজ কাককে খাওয়ালে ধনসম্পদ বেড়ে যায়।

ধনলাভ

কাককে খেতে দিলে হঠাৎ কোনও বিপদ আসবে না।

বিপদ হবে না

নিয়মিত কাককে খাওয়ালে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে।

সুখ-শান্তি

কাককে খাওয়ালে অতিরিক্ত ঋণের বোঝা থেকে রেহাই পাওয়া যায়।

ঋণমুক্তি