BY- Aajtak Bangla
9 APRIL, 2025
আমাদের চারপাশে যেসব পাখি দেখা যায়। তার মধ্যে অন্যতম হল কাক।
অনেক সময় আমাদের ঘরের কার্নিশ, ছাদে কাক আসে।
অনেকেই কাককে খাওয়ান। জানেন কি, কাককে খাওয়ালে কী হয়...
জ্যোতিষ মতে, কাককে খাওয়ানো খুবই শুভ। এতে নানা উপকার হয়।
রোজ কাককে খাওয়ালে ধনসম্পদ বেড়ে যায়।
কাককে খেতে দিলে হঠাৎ কোনও বিপদ আসবে না।
নিয়মিত কাককে খাওয়ালে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে।
কাককে খাওয়ালে অতিরিক্ত ঋণের বোঝা থেকে রেহাই পাওয়া যায়।