BY- Aajtak Bangla
11 APRIL, 2025
কাকের ডাক না শুনলে সকাল হয়েছে বোঝাই যায় না।
চারপাশে যেসব পাখি সচরাচর দেখা যায়, তার মধ্যে অন্যতম কাক।
অনেক সময়ই কাকের পায়খানা আমাদের গায়ে পড়ে।
কাকের পায়খানা গায়ে পড়লে বিপাক পড়তে হয়।
জ্যোতিষ মতে, কাকের পায়খানা গায়ে পড়লে নানা ইঙ্গিত দেয়।
মনে করা হয়, কাকের পায়খানা মাথায় পড়লে তা অশুভ। খারাপ কিছু ঘটতে পারে।
তবে কাক বাদে অন্য পাখির পায়খানা গায়ে পড়লে তা শুভ।
কাক বাদে অন্য পাখির পায়খানা গায়ে পড়লে উন্নতি হয়। ভাগ্য খুলে যায়।