BY: Aajtak Bangla 

কীসের সঙ্গে খাবেন না দই?

23 MARCH 2023

দইয়ের সঙ্গে কী খাবেন না

দইয়ের সঙ্গে কখনওই টকফল খাওয়া উচিত নয়। 

দই ও টক ফল

দই ও টক ফলে পৃথক এনজাইম থাকে। 

হজমে সমস্যা

তাই এই দুটি একসঙ্গে খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে।

মাছের সঙ্গে দই

মাছের সঙ্গে দই খাওয়াও উচিত নয়। 

শেষ পাতে দই

খাবারের সঙ্গে বা শেষ পাতে দই খেলে উপকার নেই।

খাওয়ার আগে দই

বরং, খাওয়ার আগে দই খেলেই সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়। 

হজম ভাল হয়

দই খেলে হজম ভাল হয়।

 অন্ত্রের স্বাস্থ্য

দই অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে।

স্থূলতা কমায়

হজম, প্রদাহ এবং স্থূলতা কমায়।

দইয়ের সঙ্গে কখনওই টকফল খাওয়া উচিত নয়। দই ও টক ফলে পৃথক এনজাইম থাকে। তাই এই দুটি একসঙ্গে খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে। মাছের সঙ্গে দই খাওয়াও উচিত নয়।