7 December, 2023

BY- Aajtak Bangla

বাড়ির এই দিকে রাখুন কারিপাতা গাছ, রোগবালাই দূরে,  ঘরে সৌভাগ্য  

বাস্তু দোষ দূর করতে ও পরিবারে সুখ-শান্তি বজায় রাখে গাছপালা।

তেমনই একটি গাছ কারিপাতা। যা ঘরে আনে ইতিবাচক শক্তি ও অর্থ।

অনেকেই গাছ-গাছালি পছন্দ করেন। যেখানে-সেখানে লাগিয়ে দেন। তাতে লাভের বদলে ক্ষতি হয়।

কারিপাতা গাছ বাড়িতে আনে বৈভব। সবসময় সুখ-শান্তি থাকে। কোন দিকে রাখবেন? 

কারিপাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। হার্টের জন্য উপকারী। বাড়ায় দৃষ্টিশক্তি।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির পশ্চিম দিকে রাখুন কারিপাতা। পশ্চিম হল চাঁদের দিক।

কারিপাতা গাছ চুরি করে আনবেন না এতে ফল মেলে না।

কারিপাতা গাছের পাতা স্নান না করে ছিঁড়বেন না।

কারিপাতা গাছে গোবর সার দিন। তা বাড়তে থাকবে। সবুজ কারিপাতা গাছ সৌভাগ্য আনে।