BY- Aajtak Bangla

মাত্র ২ টাকার সার দিয়ে সবুজ হবে শুকিয়ে যাওয়া কারি পাতা 

27 FEBRUARY, 2025

কারি পাতা যেমন খেতে ভাল, সেরকম শরীরের জন্যেও খুবই ভাল। 

অনেকেই বাড়িতে কারি পাতা গাছ লাগান। তবে কিছু ভুলের জন্য, গাছ শুকিয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়।

জানুন কীভাবে খুব সস্তার সার যোগ করলে গাছ সবুজ ও ঘন হবে।

কারিপাতা গাছকে সবুজ করতে প্রথমে গাছের মাটি খুঁড়ে নিন। আগাছা থাকলে সেগুলো সরিয়ে ফেলুন। 

পাশাপাশি শুকনো ডাল কেটে আলাদা করুন। যদি গাছটি একই পাত্রে ১ বা ২ বছর ধরে রোপণ করা হয়, তাহলে অবশ্যই এর মাটি পরিবর্তন করুন। 

যার মধ্যে অর্ধেক পরিমাণে মাটি এবং পুরনো গোবর সার যোগ করুন।

এবার এতে খুব সস্তার সার, সর্ষের পিঠে যোগ করুন। এই সারের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ২ টাকা।

সর্ষের পিঠাকে মিক্সারে পিষে গুঁড়ো তৈরি করুন এবং আগাছা দেওয়ার সময় মাটিতে এক মুঠো যোগ করুন। এরপরে, জল যোগ করুন।

 তারপর একটি রৌদ্রোজ্জ্বল জায়গায় উদ্ভিদ রাখুন। সর্ষের পিঠা থেকে উদ্ভিদ নাইট্রোজেন, ফসফরাস, সালফার এবং পটাসিয়ামের মতো পুষ্টি পায়।