23 January, 2024

BY- Aajtak Bangla

হার্ট থাকবে এক্বেবারে ফাস্টক্লাস, রোজ খান এই রসালো ফল

শীতকালে এখন বাজারে অনেক আতার দেখা পাওয়া যাচ্ছে। আর এই আতা খেতে বেশ ভালো লাগে।

আতাকে ইংরাজিতে কাস্টার্ড আপেল বলা হয়। সবুজ রঙের এই ফলটি খেতে অনেকেই ভালোবাসেন।

আতাতে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং আয়রন সহ অনেক পুষ্টি উপাদান। এই ফল খুব উপকারি স্বাস্থ্যের জন্য।

আতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফল খেলে হার্টের সমস্যা প্রতিরোধ করা যায়।

রক্তচাপের রোগীদের জন্য আতা খুবই ভালো। এই ফল হজমপ্রক্রিয়াকে শক্তিশালী করে।

আতা কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো সমস্যা নিরাময় করতে পারে। 

রক্তস্বল্পতা প্রতিরোধে আতা ফল খেতে পারেন। কখনও কখনও ফোলেটের অভাবের কারণেও শরীরে রক্তশূন্যতা হতে পারে।

আতা ফল শক্তির উৎস। এটি ওজন বাড়াতে সাহায্য করতে পারে। পাশাপাশি অন্যান্য খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের দিকেও মনোযোগ দেওয়া জরুরি।

হাঁপানি একটি চিকিৎসা অবস্থা যা প্রদাহের কারণে ঘটে। আতা ফল খেলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়।