18th June, 2024
BY- Aajtak Bangla
ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, চিকেন কাটলেট, মাটন কবিরাজি-নামগুলো শুনলেই জিভে জল আসে।
তবে সব জায়গায় সেরা মানের এই ভাজাভুজি পাওয়া যায় না। তাহলে চিনে নিন কাটলেট-কবিরাজি খাওয়ার ঠিকানাগুলি।
মিত্র ক্যাফে এটার সঙ্গে সকলেই পরিচিত। শোভাবাজারে এদের দোকানে ভিড় সবসময় থাকে। এখানে খুব ভাল মানের চিকেন-মাটন-ফিশ কবিরাজি পাওয়া যায়।
নিরঞ্জন আগার গিরিশ পার্কের কাছে এই ছোট্ট দোকানটি এখন খুব জনপ্রিয়। এখানকার হাঁসের ডিমের ডেভিল বহু লোকের মন জয় করে ফেলেছে।
আদি মালঞ্চ কর্মীবৃন্দ হাতিবাগানে টাউন স্কুলের বিপরীতে সিকদারবাগানের রাস্তায় রয়েছে এই ছোট্ট স্টল। এখানে ফিশ কবিরাজি, চিকেন কাটলেটের স্বাদ অসম্ভব ভাল।
অ্যালেন কিচেন শোভাবাজারের এই অ্যালেন কিচেন জনপ্রিয় তাদের চিংড়ি কবিরাজির জন্য। যা ঘিতে ভাজা হয়ে থাকে। এছাড়াও মাটন, চিকেন কবিরাজিও দারুণ খেতে।
চিত্রদার দোকান ডেকার্স লেনের বহু পুরনো ও জনপ্রিয় চিত্রদার দোকানের ফিশ কবিরাজির স্বাদ ফাটাফাটি।
বসন্ত কেবিন হাতিবাগানের এই জনপ্রিয় ছোট্ট কেবিনে ফিশ, মাটন ও চিকেন কবিরাজির স্বাদ দারুণ।