BY- Aajtak Bangla

 ঘূর্ণিঝড় দানার পরের সাইক্লোনের নাম কী? ভারত আবার কবে ঝড়ের নাম দেবে?

24 OCTOBER, 2024

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য রাত এবং শুক্রবার ভোরে উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। 

ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে দানা। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।

ঘূর্ণিঝড় 'দানা'-র নাম দিয়েছে কাতার। এর সঠিক বাংলার তর্জমা- দানাহ্। আরবি ভাষায় 'দানা' শব্দের অর্থ হল- 'সঠিক মাপের মূল্যবান ও সুন্দর মুক্তো'।

এরপরের ঝড়টির নাম ফেইনজাল, সেই নামটি দেবে সৌদি আরব। ফেইনজাল ঝড়টির পরে যেই ঝড়টি আসবে তার নাম শক্তি, নামটি দেবে শ্রীলঙ্কা। 

শ্রীলঙ্কার পরে তাইল্যান্ডের দেওয়া ঘূর্ণিঝড়ের নাম মন্থ। 

দানার পরে আরও ৭টি ঘূর্ণিঝড় পরে নাম দেবে ভারত। যার নাম হবে মুরাসু। 

২০০৪ সালে ভারত মহাসাগর অঞ্চলে ঝড়ের নামকরণের জন্য একটি সমঝোতা হয়। ভারত ছাড়া বাংলাদেশ,মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ছিল সেই গোষ্ঠীতে।

২০১৯ সালে যুক্ত হয় ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও ইয়েমেন। ঘূর্ণিঝড়ের নামের একটি তালিকা তৈরি করে ১৩টি দেশ। প্রতিটি দেশ নাম দেয়।

সেই ক্রম অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরি হলে তার নামকরণ হয়ে যায়।