BY- Aajtak Bangla

ঘূর্ণিঝড়ের সময় শুধু এই জিনিস সঙ্গে রাখুন, কোনও বিপদ হবে না

24 May  2024

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল! আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালেই তৈরি হবে সাইক্লোন। 

রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড়ের সময় নিজেকে সুরক্ষিত রাখতে এই কাজ গুলি করতেই হবে। জেনে নিন...

ঘূর্ণিঝড়ের সময় বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন।

 হাতের কাছে টর্চ বা হ্যারিকেন রাখুন। .

 ঘরে শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল আগে থেকে মজুত করে রাখতে হবে। . .

মোবাইল ফোন আগে থেকে চার্জ দিয়ে রাখুন। টাকা-পয়সা সঙ্গে রাখুন।

ঘূর্ণিঝড়ের আগে বাড়িতে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।

পোষ্যদের ঘরের মধ্যে রাখুন। অযথা আতঙ্কিত হবেন না। গুজবে কান দেবেন না।