BY- Aajtak Bangla

আসছে ঘূর্ণিঝড় রিমাল, কত গতিবেগে-কোথায় ল্যান্ডফল?  

23 MAY, 2024

আর কোনও জল্পনা বা ধোঁয়াশা নয়। সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। আর সেটা ধেয়ে আসছে পারে বাংলার দিকেই।

আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিরবার জানিয়েছে, বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে।

বুধবারের নিম্নচাপ এলাকাটি দক্ষিণ-পশ্চিমে এবং তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে।

২৩ মে সকালে এটি পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি চিহ্নিত নিম্নচাপ এলাকা হিসেবে অবস্থান করছে। 

এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ২৪ মে ২০২৪ এর সকালের মধ্যে বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে একটি নিম্নচাপে ঘনীভূত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে।

তারপরে, এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

এরপর ২৫ মে সকালের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রিমাল’। নামটা দিয়েছে ওমান। রেমাল নামের অর্থ হল বালির কণা।

পরবর্তীকালে, এটি প্রায় উত্তর দিকে অগ্রসর হবে এবং ২৬ মে সন্ধ্যার মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছবে।