BY- Aajtak Bangla
13 MAY, 2024
মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।
আলিপুর আবহাওয়া দফতের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে আঘাত হানতে পারে একটি ঘূর্ণিঝড়।
যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম দেওয়া হতে পারে রেমাল।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে আন্দামান-নিকোবরের কাছে একটি সাইক্লোন তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এই বিষয়ে এখনই বিস্তারিত তথ্য দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।
ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে ও এর গতিপথ কী হবে সেটাও এখনও জানানো হয়নি।
শুধু জানানো হয়েছে, ২০ মে-র পরে এই ঘূণিঝড় সৃষ্টি হতে পারে আন্দামান সাগরে।
হাওয়া অফিস জানিয়েছে, এখনও পর্যন্ত মাত্র ৩০ শতাংশ এই সাইক্লোন সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে।