BY- Aajtak Bangla
25 May 2024
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার মধ্যরাতেই আছড়ে পড়তে পারে সাইক্লোন।
ঘূর্ণিঝড় মানেই বড় দুর্যোগের আশঙ্কা। তাই এই সময় সুরক্ষিত থাকা খুব দরকার।
ঘূর্ণিঝড়ের আগে এই জিনিসগুলি গুছিয়ে রাখুন। তা হলে কোনও বিপদ হবে না। জেনে নিন...
টাকা-পয়সা ঘরের সুরক্ষিত জায়গায় গুছিয়ে রাখুন।
জরুরি নথি, যেমন, আধার কার্ড, ব্যাঙ্কের কাগজপত্র, এগুলি সুরক্ষিত স্থানে রাখুন। প্লাস্টিকের মধ্যে রাখুন। তা হলে বৃষ্টির জল লাগলেও নষ্ট হবে না। .
ঘরে মুড়ি, বিস্কুট, শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে মজুত করে রেখে দিন। . .
ঘরে টর্চ, মোমবাতি, হ্যারিকেন রাখুন। যাতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হলে অন্ধকারে না থাকতে হয়।
বাড়ির আর্দিং ঠিক রয়েছে কি না, খতিয়ে দেখে নিন। ঝড়ের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। ।
ঝড়ের সময় মোবাইল ব্যবহার করবেন না। মোবাইল আগে থেকে চার্জ দিয়ে রাখুন। ।