BY- Aajtak Bangla

সিলিন্ডারে কতটা গ্যাস বাকি আছে কীভাবে বুঝবেন? সহজ ট্রিকস

16 SEPTEMBER , 2024

সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। সেজন্য দুশ্চিন্তার শেষ থাকে না।

কখনও সখনও সময়ের আগে গ্যাস ফুরিয়ে যায় আবার কখনও গ্যাস ফুরোতে সময় লাগে।

ওভেনের আগুনের নীল শিখা দেখে অনেকে আন্দাজ করে থাকেন কতটা গ্যাস বাকি আছে।

কেউ কেউ আবার গ্যাস নাড়িয়ে চাড়িয়ে দেখেন। তাতে কিছুটা আন্দজ করা যায় সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে। 

তবে এর থেকেও সহজ পদ্ধতি রয়েছে। যা দেখে বোঝা সম্ভব গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। 

সেজন্য দরকার একটা মাত্র ভিজে ন্যাকড়া। তাতেই বোঝা সম্ভব কতটা গ্যাস পড়ে রয়েছে।

সেজন্য ভিজে ন্যাকড়া দিয়ে গোটা সিলিন্ডারের গা ভালোভাবে মুছে নিতে হবে।

মিনিট খানেক অপেক্ষা করলে দেখা যাবে, সিলিন্ডারের কোনও কোনও অংশ দ্রুত শুকিয়ে যাচ্ছে। আবার কোনও অংশ ভিজে হয়ে থাকছে।

 যে অংশটুকু ভিজা থাকবে, বুঝে নিতে হবে সেই টুকুই গ্যাস অবশিষ্ট রয়েছে সিলিন্ডারে।