BY- Aajtak Bangla
22 SEP, 2024
শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি ঘোষণা হবে। অনুমান এই বছরের জন্য দ্বিতীয় ডিএ বৃদ্ধি হবে ৩ থেকে ৪ শতাংশ। এর সঙ্গে মোট DA এবং DR বেড়ে ৫৩ শতাংশ থেকে ৫৪ শতাংশ হতে পারে।
এ বছর প্রথম ডিএ ৪ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশে আনা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় ডিএ বাড়ানো হবে। যদি এবার ৩ থেকে ৪% ডিএ বাড়ানো হয়, তাহলে মোট ডিএ ৫৩%-৫৪% ছুঁয়ে যাবে।
আগামী ১ জুলাই থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে। জুলাই মাস থেকে বকেয়া সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বেতন জমা হবে।
৪ শতাংশ ডিএ বাড়লে কার কত বেতন বাড়বে জেনে নিন
যে সমস্ত সরকারি কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা, তাঁদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি অর্থাৎ প্রতি মাসে ৭২০ টাকা, যা তাঁদের বার্ষিক বেতন ৮,৬৪০ টাকা বাড়বে।
একইভাবে, যাদের মূল বেতন ২০ হাজার, তাঁরা প্রতি মাসে ৪০০ টাকা এবং বছরে ৯ হাজার ৬০০ টাকা বেশি বেতন পাবেন।
একইভাবে, যদি মূল বেতন ২৫ হাজার টাকা হয়, তাহলে বৃদ্ধি হবে প্রতি মাসে ১০০০ টাকা এবং বার্ষিক ১২ হাজার টাকা।
একইভাবে, যদি আপনার মূল বেতন ৩০ হাজার টাকা হয়, তাহলে প্রতি মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা বেশি পাবেন।
যারা ৫০ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন, তাঁরা প্রতি মাসে ২ হাজার টাকা এবং বছরে ২৪ হাজার টাকা বেশি পাবেন।