21 April, 2025

BY- Aajtak Bangla

রোজ ১০ ঘণ্টা কম্পিউটারে? শরীর চলবে কতদিন! জেনে নিন ভয়ংকর সত্য

১০ ঘণ্টা বা তার বেশি কম্পিউটার ব্যবহারে করলে শরীরের মেয়াদ ঈর কতদিন? জানুন ভয়ংকর সতর্কতাা।

১. চোখের আয়ু কমে যাচ্ছে: লম্বা সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের পেশি দুর্বল হয়, বাড়ে মায়োপিয়া ও ড্রাই আই সিনড্রোমের ঝুঁকি।

২. ঘাড় ও পিঠে ব্যথা নিত্যসঙ্গী: অসঠিক বসার ভঙ্গিমায় ঘাড়, কাঁধ ও স্পাইন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়— ফলে হতে পারে সারভাইক্যাল স্পন্ডিলোসিস

৩. রক্তচলাচলে সমস্যা তৈরি হয়: একটানা বসে থাকার ফলে পায়ের রক্তসঞ্চালন ব্যাহত হয়— বাড়ে Deep Vein Thrombosis (DVT)-এর সম্ভাবনা।

৪. স্থূলতা ও মেটাবলিক সমস্যা: শারীরিক কার্যকলাপের অভাবে ওজন বেড়ে যায়, যা থেকে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনা।

৫. মানসিক চাপ ও ক্লান্তি: বেশি সময় মনোযোগ ধরে রাখতে গিয়ে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, দেখা দেয় Burnout ও Anxiety।

৬. ঘুমের গণ্ডগোল: কম্পিউটারের ব্লু লাইট মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়— এতে নষ্ট হয় ঘুমের স্বাভাবিক চক্র।

৭. হজমে সমস্যা: একটানা বসে থাকার ফলে পরিপাকতন্ত্রে গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়।

৮. কাঁধ ও কব্জিতে স্ট্রেন ইনজুরি: মাউস ও কিবোর্ড ব্যবহারের ফলে Repetitive Strain Injury (RSI), Carpal Tunnel Syndrome হতে পারে।

৯. শরীরের নমনীয়তা হারায়: নড়াচড়া না করায় শরীরের পেশি শক্ত হয়ে যায়, গঠন হারায় নমনীয়তা ও শক্তি।

১০. আয়ু কমার আশঙ্কা: গবেষণা বলছে— যারা দিনে ৮ ঘণ্টার বেশি বসে থাকেন, তাদের আয়ু ৫–৮ বছর পর্যন্ত কমে যেতে পারে।