03 July, 2025
BY- Aajtak Bangla
প্রতিদিন কাঁচা লঙ্কা খাওয়ার বিপদ, জেনে রাখুন কাজে লাগবে
খাবার খাওয়ার সঙ্গে অনেকেরই লঙ্কা আলাদা করে খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু এর জেরে অসুস্থ হয়ে যেতে পারেন তিনি।
বিশেষজ্ঞরা বরাবর বলে থাকেন, লঙ্কা সবসময় সঠিক এবং পরিমাণ মতোই খাওয়া উচিত।
খাবারের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন, যা আপনার পেটের তাপ বাড়ায়।
এর অত্যধিক খাওয়ায় পেট সংক্রান্ত অনেক মারাত্মক রোগ হতে পারে।
কাঁচা লঙ্কায় ফাইবার থাকে। বেশি পরিমাণে খেলে ডায়রিয়া হতে পারে।
লঙ্কায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আলসারের ঝুঁকি বাড়ায়।
অত্যধিক কাঁচা লঙ্কা খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ অস্বাভাবিক হয়ে যায়।
লঙ্কা অতিরিক্ত খাওয়ার ফলে ত্বকজনিক বিভিন্ন সমস্য়া হতে পারে।
Related Stories
কোলাজেন বাড়বে হু হু করে, খেতে হবে এই সস্তার শাক
রুদ্রাক্ষ পরলে এসব উপকার হয়, জানুন
বর্ষায় বাড়িতে এই গাছটি রাখুন, পালিয়ে যাবে সাপ
মাথায় বা চুলে নয়, তেল দিন এখানে, ঘন কালো চুলে ঢাকবে টাক