BY- Aajtak Bangla

 বাপ বাপ বলে পালাবে সব জীবাণু! এভাবে পরিষ্কার করুন ওয়াশিং মেশিন  

14 OCTOBER, 2024

ওয়াশিং মেশিন এখন প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহার করা হয়। আপনার বাড়িতেও থাকলে কীভাবে পরিষ্কার করবেন? 

আপনি যদি গুঁড়ো সাবান ব্যবহার করেন, তাহলে আজই সেটির ব্যবহার বন্ধ করুন। এর বদলে লিক্যুইড সাবান ব্যবহারে মেশিন ভাল থাকবে। 

জামাকাপড়ের ভিতরে কয়েন, পিন, শক্ত বোতাম জাতীয় জিনিস থাকলে, বের করে তারপর মেশিনে দিন। এরর ভিতরে থাকা জামাকাপড় সুরক্ষিত থাকবে। 

জামাকাপড়, চাদর, পর্দার জেদি দাগ নিমিষেই তুলে দেয় ওয়াশিং মেশিন। কিন্তু মেশিনকেও পরিষ্কার রাখতে হবে নাহলে কিছুদিনেই খারাপ হবে মেশিন। 

অনেকদিনের নোংরা জামাকাপড়ে  জীবাণুর পরিমাণও অনেক থাকে। জল বেরোনোর পাইপ যদি পরিষ্কার না থাকে, তাহলে ময়লা এবং জীবাণু মেশিনের মধ্যেই থেকে যায়। 

 আপনার বাড়ির জলে যদি আয়রন থাকে, তাহলে নিয়ম করে মেশিন পরিষ্কার করতে হবে। আয়রন ওয়াশিং মেশিন খারাপ করে দেয়। এছাড়াও জল বেরোনোর পাইপ নষ্ট করে দেয়। 

ফাঁকা মেশিনে প্রথমে জল ভরুন। এর মধ্যে ভিনেগার দিন। মাত্র ২ থেকে ৩ মিনিট ওয়াশ মোডে চালালেই জীবাণু পালাবে।

 বাড়িতে পুরনো দাঁত মাজার ব্রাশ থাকলে, সেটি দিয়ে জল বেরোনোর পইপটি ভাল করে ঘষে পরিষ্কার করুন জমে থাকা আয়রন থেকে মুক্তি পাবেন। আর জল বেরোতে কোন সমস্যা হবে না।  

সব কাজ হয়ে গেলে মেশিন কিচ্ছুক্ষণ খুলে রেখে শুকিয়ে নিন। মেশিনের বাইরেটা পরিষ্কার রাখতে কলিং ব্যবহার করুন। মেশিন চকচক করতে বাধ্য।