15 JULY, 2024
BY- Aajtak Bangla
আজ তারই কিছু উদাহরণ দিচ্ছি। আপনারা এগুলি জেনে মজা পাবেন।
ট্রেনের ভিতর একজন আরেকজনকে জিজ্ঞস করলেন, 'কি দাদা, অফিসে চল্লেন?' ঝাঁঝালো উত্তর এল, 'তা নয় তো কী? সকালবেলা ভিড় ঠেলে নাচতে যাচ্ছি নাকি?'
একটা ট্রেন স্টেশানে দাঁড়িয়ে আছে, একজন লোক হন্তদন্ত হয়ে এসে জানলার ধারে বসা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, 'দাদা এটা কি সব স্টেশনে থামবে?' উত্তর এল, 'কেন আপনি কি সব স্টেশনে নামবেন?'
ট্রেনের হাতল ধরে ছুটতে ছুটতে প্রশ্ন করলেন, 'দাদা, এটা কি ব্যান্ডেল?' নির্বিকার উত্তর ভেসে এল, 'না এটা হ্যান্ডেল।'
ভিড় ট্রেনে ঝুলতে ঝুলতে এক ভদ্রলোক চিৎকার করছেন, 'দাদা, একটু চাপুন, একদম ঝুলছি যে।' ভেতর থেকে কে একজন উদাস গলায় বললেন, 'শুধু ঝুললে হবে? মাকে বলুন কমপ্ল্যান দিতে।'
ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে, ঠিক সেই সময় এক যুবক জিজ্ঞাসা করলেন, 'দাদা, বালি ধরবে?' একজন বলে উঠল, 'সিমেন্ট লাগালেই ধরবে।'
বালি স্টেশনে নামার আগে একজন বলে উঠল, 'সামনে কি সব বালি?' ভিড়ের মধ্যে থেকে উত্তর এল, 'কয়েকটা সুগ্রিবও থাকতে পারে।'
ছুটে এসে হাঁপাতে হাঁপাতে এসে একজন স্টেশনে দাঁড়ানো অন্য একজনকে জিজ্ঞাসা করলেন, 'দাদা কোন ট্রেন আসছে?' লোকটি নির্বিকার চিত্তে উত্তর দিলেন 'লোকাল ট্রেন।'
এবার মেট্রো রবীন্দ্র সরোবর ছাড়ার পর একজন বললেন, 'দাদা, আপনি কি উত্তমকুমার?' উত্তর এল, 'না আমি ক্ষুদিরাম। পিছনে মাস্টারদা আর নেতাজিও আছেন।'