26 April, 2024

BY- Aajtak Bangla

দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ভোগে কী কী মাছ থাকে? 

পশ্চিমবঙ্গের কালীমন্দিরগুলোর মধ্যে অন্যতম হল দক্ষিণেশ্বরের কালীমন্দির। মা ভবতারিণীর পুজো হয় সেখানে। 

ভবতারিণীর দর্শন পেতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। মায়ের পুজো দেন। প্রার্থনা করেন। 

কিন্তু সেই মা কালী বা ভবতারিণী কী খেতে ভালোবাসেন তা কি জানেন? 

দক্ষিণেশ্বরের ভবতারিণীর ভোগ অতি সাধারণ। অন্ন ও একাধিক ভাজাভুজির সঙ্গে মাছ দেওয়া হয় ভোগে। 

তাঁর ভোগে থাকে খিচুড়ি, পাঁচ রকম ভাজা। সেই ভাজাগুলো হল, আলু, বেগুন, কাঁচকলা, উচ্ছে, পটল বা ফুলকপি। 

থাকে পাঁচরকমের মাছ। সেগুলো হল কই, রুই, পার্শে, ভেটকি ও গলদা চিংড়ি।

সব শেষে মা ভবতারিণীকে দেওয়া হয় পান ও সুপারি। তবে তার আগে দই ও মিষ্টিও দেওয়া হয়।