26 MARCH 2025

BY- Aajtak Bangla

ডাল রান্না করার নয়া ট্রিক, গ্যাসের খরচা বাঁচবে

গ্যাসের যা দাম তাতে যত কম পোড়ানো যায় তত লাভ।  তাই কিছু ট্রিক শিখে নিন, গ্যাসের খরচা বেঁচে যাবে।

গ্যাসের খরচ

একটি সাধারণ মানুষের নিত্যদিনের সাদামাটা খাবারের তালিকায় ভাত, ডাল, ভাজা এবং মাছের ঝোল থাকেই। 

কেমন হয় যদি অতিরিক্ত গ্যাসের অপচয় না করে একই সঙ্গে একই সময়ে ভাত আর ডাল রান্না করে ফেলা যায়? 

জানুন কোন পদ্ধতিতে এই কাজ করা যাবে।

যদি একই সময়ে দু'টি কাজ সম্পন্ন করতে চান তাহলে বাজার থেকে একটি মুখ বন্ধ করা স্টিলের কৌটো কিনে আনতে হবে। 

ডাল রান্না করার ক্ষেত্রে ডাল সেদ্ধ করতেই বেশি সময় লাগে। তাই যখন ভাত রান্না করবেন তখন ডাল ভাল করে ধুয়ে ওই কৌটোতে দিয়ে দেবেন। সঙ্গে একটু জল এবং নুন দিতে ভুলবেন না।

এবার ভাল করে কৌটো আটকে ভাতের হাঁড়িতে ভাত রান্না করুন সেই পাত্রের মধ্যে দিয়ে দিলেই আপনার কাজ শেষ। 

এবার ভাত যেভাবে ফুটতে থাকবে ডালও সঙ্গে সঙ্গে সেদ্ধ হতে থাকবে। 

সেদ্ধ হয়ে গেলেই আপনার ৯০ শতাংশ কাজ হয়ে গেল। এবার কড়াইতে তেল আর ফোড়ন দিলেই দু'মিনিটে ডাল রেডি।