07 February, 2024
BY- Aajtak Bangla
দলাই লামার চিন্তা কেরিয়ার ও জীবনে সাফল্য এনে দেবে।
শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত তিব্বতের রাষ্ট্রপ্রধান ও আধ্যাত্মিক নেতা দালাই লামা।
দলাই লামা সুখী হওয়ার কিছু কথা বলেছেন যাতে জীবনে পরিবর্তন আনতে পারেন। জানুন দলাই লামার সেই উপদেশগুলি।
আপনি কতটা শিক্ষিত বা ধনী বা গরীব তা কোনও ব্যাপার না। যদি মনে শান্তি থাকে তবে সর্বত্র এবং প্রতিটি পরিস্থিতিতে সুখী হতে পারেন।
এই জীবনের উদ্দেশ্য হল অন্যকে সাহায্য করা।
কাউকে খুশি রাখতে না পারলে কাউকে কষ্ট দেওয়ার অধিকার নেই।
অজ্ঞতার কারণে আমরা কেবল মায়ায় বাস করি এবং একে সুখ মনে করি।
যে ব্যক্তি সত্য জানে কেবল সে প্রকৃত সুখ অনুভব করতে পারে।
শক্তিশালী করতে জীবনে অসুবিধা আসে, তাই অসুবিধাগুলির সঙ্গে লড়াই করতে এবং কঠোর পরিশ্রম করতে শিখুন।