BY- Aajtak Bangla
11th September, 2024
দলাই লামার চিন্তা-ভাবনা অনেক ক্ষেত্রেই আপনার জীবনের বদল এনে দিতে পারে।
শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত তিব্বতের রাষ্ট্রপ্রধান ও আধ্যাত্মিক নেতা দলাই লামা।
দলাই লামা সুখী হওয়ার কিছু কথা বলেছেন যাতে জীবনে পরিবর্তন আসে। জানুন দলাই লামার সেই উপদেশগুলি।
প্রথমত, আপনি কতটা শিক্ষিত বা ধনী বা গরীব তা কোনও ব্যাপার না। যদি মনে শান্তি থাকে তবে সর্বত্র এবং প্রতিটি পরিস্থিতিতে সুখী হতে পারেন।
দলাই লামার মতে এই জীবনের উদ্দেশ্য হল অন্যকে সাহায্য করা।
কাউকে খুশি রাখতে না পারলে কাউকে কষ্ট দেওয়ার অধিকার নেই।
অজ্ঞতার কারণে আমরা কেবল মায়ায় বাস করি এবং একে সুখ মনে করি।
যে ব্যক্তি সত্য জানে কেবল সে প্রকৃত সুখ অনুভব করতে পারে।
শক্তিশালী হওয়ার জন্য জীবনে অসুবিধা আসলেও তার সঙ্গে লড়াই করতে এবং কঠোর পরিশ্রম করতে শিখুন।