BY- Aajtak Bangla
29th September, 2024
পুজোতে স্টাইল তো করবেন কিন্তু খুশকির কারণে চুল নিষ্প্রাণ হয়ে রয়েছে।
খুশকি থেকে মুক্তি পেতে আপনি স্যাঁলোতে গেলেও তা সাময়িক কালের জন্য আরাম দেবে।
আবার খুশকি ফিরে আসবে। তাই এই সমস্যা থেকে চুলকে বাঁচাতে চাই স্থায়ী সমাধান।
বাইরের দূষণ-ধূলোবালি থেকেই চুলে খুশকি হওয়ার প্রবণতা থাকে।
তাই খুশকি তাড়ানোর সবচেয়ে ভাল উপায় হল ঘরোয়া উপায়। এতে চুলও ভাল থাকে আর পয়সাও বাঁচে।
খুশকি দূর করতে দারুণ কার্যকর হল পাতিলেবু। যা অনেকভাবে ব্যবহার করতে পারেন।
প্রথমে লেবুর রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে তা তুলোর সাহায্যে চুলে লাগিয়ে নিন। কয়েক ঘণ্টা রাখার পর তা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে খুশকির সমস্যা দূর হবে।
শুধু লেবুর রসও লাগাতে পারেন। সেক্ষেত্রে লেবুর রসে তুলোয় ভিজিয়ে চুলে পার্ট পার্ট করে লাগিয়ে ম্যাসাজ করে নিন।
এবার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে ২দিন এটা করতে পারেন।