22 JANUARY, 2026

BY- Aajtak Bangla

কথায় কথায় তো বেড়াতে যান, দার্জিলিং শব্দের মানে কি জানেন? 

বাঙালিদের পর্যটন মানচিত্রে সবার প্রথমে থাকে দার্জিলিং।

বছরে একবার দার্জিলিং না গেলে ঠিক মন বসে না।

সারা বছরেই কলকাতা-সহ বাংলার অন্য জায়গা থেকে পর্যটকরা দার্জিলিং বেড়াতে যান।

আপনিও নিশ্চয় দার্জিলিং গিয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন।

তবে অনেকেই জানেন না দার্জিলিং নামের মানে কী?

ঘুম মনেস্ট্রিতে দার্জিলিঙের ইতিহাসটা জানলে বেশ লাগে৷ দার্জিলিং কথাটির অর্থ কী?

আসলে ব্রিটিশদের অধীনে আসার আগে, দার্জিলিংকে বলা হত দর্জেলিং৷

‘দার্জিলিং’ নামটি এসেছে তিব্বতি শব্দ থেকে, ‘দর্জি’- মানে বজ্রপাত (মূলত ইন্দ্রের রাজদণ্ড) এবং ‘লিং’ মানে স্থান বা ভূমি।

তাই দার্জিলিং নামের পুরো অর্থ হল ‘বজ্রের দেশ’।