29 May, 2023

BY- Aajtak Bangla

ডুয়ার্সে পাহাড়ের মাথায় আইল্যান্ড, সস্তায় ঘুরে আসুন এই জায়গা 

পাহাড়ের উপর আইল্যান্ড বা দ্বীপ? অবাক করার মতোই ব্যাপার। শুনে কিছুটা হকচকিয়ে যাওয়ারও কথা। 

বিগত কিছু বছর ধরে পর্যটকদের চুম্বকের মতো  টানে এই এলাকা।

শিলিগুড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত রকি আইল্যান্ডের সবচেয়ে কাছের জনপদ ডুয়ার্সের মেটেলি।  

কাছেই অবশ্য সামসিং। মাত্র ৪ কিলোমিটার। তবে টাউন  বলতে গেলে মেটেলি। 

এটি ছবির মত সাজানো একটি পাহাড়ি গ্রাম। তবে দ্বীপ বলতে আমাদের সমুদ্রের কথা মনে পড়ে। এটা তেমন নয়। 

 জায়গাটি মূর্তি নদীর জলস্তরের মধ্যে পড়ে। সেখানে বড় বড় পাথর দিয়ে আইল্যান্ডের মতো তৈরি হয়েছে।  

তবে সমুদ্র নয়, রকি আইল্যান্ড হল মূর্তি নদীর গতিপথের মাঝে দাঁড়িয়ে  থাকা জগদ্দল পাথর। 

কাছেই অবশ্য সামসিং। মাত্র ৪ কিলোমিটার। তবে বাজার-টাউন বলতে গেলে মেটেলি।