15 JUNE, 2023
BY- Aajtak Bangla
চোখে মুখে কালো দাগ? ঘরোয়া পদ্ধতিতে নিমেষে দূর করুন
অপুষ্টিকর খাবার ও দুষণের কারণে হতে পারে এই দাগের সমস্যা।
সুন্দর ত্বক থাকা সত্ত্বেও মুখের কালো দাগ আপনার সৌন্দর্যের বারোটা বাজিয়ে দিতে পারে।
এমন অনেক ঘরোয়া উপায় আছে, যেগুলির সাহায্য ত্বকের যত্ন নিতে পারেন।
লবঙ্গ ও নারকেল তেলের মিশ্রণ অনেক কার্যকরী।
নিম পাতার তেলের মিশ্রণ দিয়ে ম্যাসাজ করুন, এটা অনেক উপকারী।
দুধ ও গোলাপ জলের মিশ্রণ বেশ কাজে দেবে।
অ্যালোভেরা জেল খুব দ্রুত কার্যকরী, মুখে লাগিয়ে দেখতে পারেন।
Related Stories
ছোলা-সোনামুগ কতদিন ভিজিয়ে বানাবেন পারফেক্ট স্প্রাউটস? সঠিকটা শিখুন
হাত না লাগিয়ে গরম ধোঁয়া ওঠা সেদ্ধ আলুর খোসা ছাড়ান, সেকেন্ডে হবে
আঁচিল ৭ দিনেই খসে পড়বে, ওষুধের দরকার নেই; এই ফলের খোসা ঘষুন
শুধু ঘটি কেন? বাঙালদেরও প্রিয়! এই কায়দায় বানান পোস্ত দিয়ে আলু ভাজা